Beauty Institute of Medical and Ultrasound Research
(BIMUR)বেসরকারি পরিচালনায় বাংলাদেশে ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়।
অবস্থান:
কলাবাগান,তাহাজ রিজিয়া মঞ্জিল,বাড়ি নং ৮৮
(পরিবার পরিকল্পনা কার্যালয় সংলগ্ন),রাজশাহী.
একাডেমিক ভবন:
২তলা বিশিষ্ট একটি ভবনে নিচ তলাতেই অফিস।
ভর্তির যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র:
এম বি বি এস অথবা সমমান পরীক্ষার
০১) সার্টিফিকেট এর ফটোকপি ২টি
০২) মার্কশিট-এর ফটোকপি ২টি
০৩) রঙ্গীন পাসপোর্ট সাইজের ছবি ৪ কপি
০৪) জাতীয় পরিচয়পত্র এর ফটোকপি ২ টি
০৫) বি এম ডি সি রেজিস্ট্রেশন ফটোকপি ২টি
ভর্তি প্রক্রিয়া:
ভর্তি ফরম কলেজ অফিস থেকে বিতরণ করা হয়।
এম বি বি এস অথবা সমমান চিকিৎসক দের
ভর্তি পরীক্ষা দিতে হয় না।
(বি: দ্র: MATS/ডি এম এফ অথবা ডিপ্লোমা
চিকিৎসকদেরকে ভর্তি পরীক্ষা দিতে হয়।)
ক্লাসের সময়সূচি:
শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিনসহ
ক্লাস হয়ে থাকে।
ক্লাসের সজ্জা:
এই ইনস্টিটিউটের ক্লাসসমূহে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে। মাল্টিমিডিয়া প্রজেক্টরের সাহায্যে ক্লাস নেওয়া হয়। এই ইনস্টিটিউটে শিক্ষারত শিক্ষার্থীদের পাঠদানের জন্য ৯ জন অস্থায়ী শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। এছাড়া ৩ জন স্থায়ী প্রফেসর রয়েছেন।
লাইব্রেরি:
লাইব্রেরিটি সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত।
লাইব্রেরি কার্ডের কোনো ব্যবস্থা নেই। এখানে বসে বই পড়ার জন্য চেয়ার-টেবিলের ব্যবস্থা রয়েছে। রেজিস্টারে কোর্সের নাম, শিক্ষার্থীর নাম, রোল ও আইডি কার্ড প্রদর্শন করে ৩ দিনের জন্য বই বাসায় নিয়ে যাওয়া যায়। বাসায় নিয়ে যাওয়া বই যদি কোনো কারণে হারিয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে ক্ষতিপূরণ বাবদ বইয়ের বর্তমান বাজার মূল্য প্রদান বা অনুরূপ অন্য আরেকটি বই জমা দিতে হবে।
(বি: দ্র: এখানে বাংলাদেশি শিক্ষার্থীদের পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের অধ্যয়নের ব্যবস্থা রয়েছে। এক্ষেত্রে শিক্ষার্থীর লিগ্যাল পাসপোর্ট এবং এম বি বি এস সমমানের সার্টিফিকেট দরকার হয়।)
ক্রেডিট ট্রান্সফার:
এখানে পাঠরত শিক্ষার্থীদের বিদেশে উচ্চ শিক্ষা জন্য ক্রেডিট ট্রান্সফারের ব্যবস্থা করে থাকে। ভারত, দুবাই, ইতালি, কানাডা,চীন,আমেরিকা,কানাডা,
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে এই প্রতিষ্ঠানের যোগাযোগ রয়েছে।
Post a Comment